Mohamaya Lake
মহামায়া লেক
Mohamaya is a water system task to help local people. An elastic dam is worked to safeguard the water from the three standards from the hillocks close-by. It was introduced by our Prime clergyman amid December of 2010. Presently a days a great deal of travelers use to visit this place.
Mahamaya lake is the second biggest lake in Bangladesh. It is extremely wonderful yet a fake lake. After Rangamati Kaptai lake, this lake is the biggest in this province. Kaptai lake is the biggest Natural lake situated in Rangamati District under Chittagong Division. Mahamaya is too minimal then kaptai yet it's the second biggest with 11 square kilometer territory. This lake is absolutely fake yet you will feel the nature from here. Visitor can ride a watercraft to appreciate the lake like kaptai lake.
You will see couple of cascades which is extremely amazing for visitors. You can enjoy a reprieve close cascades. On the off chance that you wanna clean up with cascade you can do it But it's excessively slippy in this way, you should be watchful close to this cascade.
You can trek to the slope to reach on the best slope and breath like the lord of the hill.It's not so distant from Dhaka. Pretty much 200 km away close Dhaka Chittgong Highway. In this way, individuals can without much of a stretch go there. When you contact the water you will feel good, The water is exceptionally slick and clean like completely clear . You can even wash your mouth and scrub down with this water. There are some green high slopes in the lake.
মহামায়া লেক
একই সাথে পাহাড়, ঝর্না আর হ্রদের সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে যেতে হবে চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেক। দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক এটি। আয়তনের দিক থেকে প্রায় ১১ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এই কৃত্রিম হ্রদটি। মিরসরাই উপজেলার ৮ নং দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে গড়ে তোলা হয় এই হ্রদটি। এটি মুলত একটি সেচ প্রকল্প।চারদিকে ছোট পাহাড় ঘেরাও এই হ্রদটির স্বচ্ছ জল আর বৃক্ষের সবুজ খুবই চমৎকার দেখতে। পাহাড়ের কোল ঘেঁষে একেবেকে চলে গেছে হ্রদটি। এখানে দেখতে পাবেন পাহাড়ি গুহা ও রাবার ড্যাম। আছে দারুণ ঝর্না। বোটে করে লেক পার হয়ে তবেই পৌঁছাতে হবে ঝর্ণার শীতল পানির কিনারায়।
লেকে ঘুরতে চাইলে আছে ছোট নৌকা। জনপ্রতি কিংবা পুরো নৌকা ভাড়া করেও ঘুরতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে ৬০০ থেকে ১০০০ টাকা।
পর্যটকদের দারুণ এডভেঞ্চারের স্বাদ দিতে এখানে রয়েছে কায়াকিং এর ব্যবস্থা। চারদিকে পাহাড় আর সবুজ ঘেরাও লেকের স্বচ্ছ জলে কায়াকিং এর আনন্দ নিতে প্রতিদিন অসংখ্য পর্যটকের ভিড় হয় এখানে। প্রতিটি কায়াকিং নৌকা ঘণ্টা হিসেবে ভাড়া দেয়া হয়। প্রতি ঘন্টার ভাড়া ৩০০ টাকা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ১০০ টাকা করে ছাড়।
পিকনিক স্পট হিসেবে মহামায়া লেক নিঃসন্দেহে চমৎকার একটা স্থান। এছারা পরিবার পরিজন নিয়ে দারুণ সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এখানে।
যাবার উপায় :
দেশের যেকোন জায়গা থেকে বাসে করে প্রথমে পৌঁছাতে হবে চট্টগ্রামের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজারে। ঠাকুরদিঘী বাজার থেকে দু কিলোমিটার গেলেই রয়েছে ময়ামায়া লেক।
খাওয়া দাওয়া :
পার্কের ভেতরে খাবার দাবারের ব্যবস্থা নেই। ঠাকুরদিঘী বাজার থেকে কিছু খেয়ে যেতে পারেন অথবা নিয়েও যেতে পারেন।
কোথায় থাকবেন :
মিরসরাই এর আশপাশে থাকার মতো তেমন ভালো আবাসিক হোতেল নেই।থাকতে চাইলে সীতাকুন্ডে কিছু হোটেল আছে সেখানে থাকতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় চট্টগ্রাম শহরেই গিয়েই যদি থাকতে পারেন।
0 Comments:
Post a Comment