Friday, January 25, 2019

বাঁশবাড়িয়া সি-বিচ

বাঁশবাড়িয়া সি-বিচ



চট্টগ্রাম শহরের বেশ কয়েকটি সি-বিচ রয়েছে। তেমনি একটি হলো বাঁশবাড়িয়া সি-বিচ। তবে অন্যান্য সি-বিচের সাথে এর মূল পার্থক্য হলো এখানে আপনি পুরোপুরিভাবে প্রকৃতির সান্নিধ্যে চলে আসবেন। দোকানপাট আর নানারকম স্থাপনার কৃত্রিমতা নেই, নেই অযাচিত কোলাহল। বিশাল বালুকাবেলা, মাঝে ছোট ছোট জলাশয়। একপাশে সামুদ্রিক খাল, ঝাউবাগান আর সাথে জেটি ব্রিজ ধরে সমুদ্রের ৫০০ মিটার ভেতরে যাওয়ার সুযোগ- এসব ভিন্নতাই বাঁশবাড়িয়া সৈকতকে করে তুলেছে অনন্য।

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত এই সৈকত। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চট্টগ্রাম শহর থেকে ২৫ কিমি উত্তরের একটি ছোট বাজার হলো বাঁশবাড়িয়া বাজার। এই বাজার থেকে সরু পিচঢালা পথে ১৫ মিনিটের দূরত্বেই সি-বিচ। বিচে যাওয়ার এই আঁকাবাঁকা পথটিও নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর। ছবির মতো গ্রামের দৃশ্য, বিস্তৃত ধানক্ষেত, ছোট ছোট ম্যানগ্রোভ বন আর সমুদ্রের পানি বয়ে আসা খাল রাস্তার পাশজুড়ে পুরোটা পথেই চোখে পড়বে। এই দৃশ্য দেখতেই দেখতেই পৌঁছে যাবেন ভেড়িবাঁধে।




ই বিচের মূল আকর্ষণ হলো এর প্রায় ৫০০ মি. লম্বা জেটিপথ বা ব্রিজ। এটি ধরে আপনি সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত গিয়ে ঘুরে আসতে পারবেন। তবে এর জন্য আপনাকে টিকেট কাটতে হবে। জেটিপথ ধরে সমুদ্রে ঘুরে আসা আর স্পিডবোটে সমুদ্র ভ্রমণের জন্য লাগবে ১০০ টাকা।

বিচ ধরে উত্তর দিকে অনেকটা হেঁটে যাওয়ার পর একটি খাল পড়বে। এই খাল ধরে সরাসরি সমুদ্রের পানি আসে। খালটির সৌন্দর্যও চোখে পড়ার মতো। মূলত বিচের দুটি অংশকে পৃথক করেছে এই খাল। খালের ওপারে রয়েছে ম্যানগ্রোভ বনের মতো বিস্তীর্ণ গাছের সারি আর এর সামনে সবুজ ঘাসের উঁচুনিচু জমি। পিকনিক করার জন্য একেবারে উপযুক্ত জায়গা, আর হ্যাঁ এদিকটাতেও ঝাউবন চোখে পড়বে।

তবে এই বিচের মূল আকর্ষণ - সূর্যাস্তের দৃশ্য। এক কথায় অসাধারণ। শুধুমাত্র সূর্যাস্ত দেখার জন্যই প্রতিদিন এখানে অসংখ্য মানুষ ছুটে আসে। মেঘ আর সূর্যের সারা বিকেলজুড়ে খেলার পর দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে নানারঙের বর্ণিল ছটা ছড়িয়ে দিতে দিতে সূর্যের অস্ত যাওয়া আসলে নিজ চোখে না দেখলে বোঝা অসম্ভব। সব মিলিয়ে একদিনেই প্রিয়জন আর বন্ধুবান্ধব নিয়ে ঘুরে আসার জন্য বেশ ভালো জায়গাটি।


কিভাবে যাবেনঃ

চট্টগ্রাম শহরের অলংকার থেকে সীতাকুন্ড যাওয়ার যেকোনো বাস, টেম্পু বা লেগুনাতে করে বাঁশবাড়িয়া বাজারে নামতে হবে। ভাড়া পড়বে ৩০-৪০ টাকা। তবে বাঁশবাড়িয়া বাজারে নেমে যাবেন বলে দরদাম করলে ২৫ টাকাতেও যেতে পারবেন। এটি বাড়বকুন্ডের কিছুটা আগে। বাঁশবাড়িয়া বাজারে নেমে বিচে যাওয়ার সিএনজি-তে উঠতে হবে। ভাড়া পড়ে জনপ্রতি ২০ টাকা। চাইলে রিজার্ভ করেও নেয়া যায়। সিএনজি-তে ২.৫ কিমি যাওয়ার পরই ভেড়িবাঁধ পাবেন, এখানেই সি-বিচ।

0 Comments:

Post a Comment